
অশান্ত তৃতীয় দফার ভোটে ডোমকলে মৃত্যু হল এক ব্যক্তির। অভিযোগ এদিন সকালে শিরোপাড়ায় এক সিপিএম এজেন্ট তাহিদুল ইসলাম বুথে বসতে গেলে তাঁকে টেনে বার করে আনা হয়। সেসময়ে বাইরে চলছিল তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ। চলছিল বোমাবাজি, গুলি। এই সময়েই তাহিদুলকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা সিপিএম ও কংগ্রেসের নিজেদের মধ্যে লড়াইয়ের ফল বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনার কিছুক্ষণ পর ডোমকলের জিতপুরে ফের গুলি চলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এই গুলি চালনায় এক তৃণমূল ও এক সিপিএম কর্মী আহত হন। ডোমকলে খুনের ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এদিন বিকেলে সেই রিপোর্ট জমা দেন মুর্শিদাবাদের এসপি সি সুধাকর। তাতে বলা হয়, তাহিদুল ইসলাম কোনও এজেন্ট নন। তাঁর বোমা বা সংঘর্ষেও মৃত্যু হয়নি। তাঁর মৃত্যু হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। এই খুনের তদন্তের জন্য তাহিদুলের পরিবারকে এফআইআর করার অনুরোধের কথাও রিপোর্টে দেওয়া হয়েছে।