পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটেও অশান্তি পিছু ছাড়ল না। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। বোমাবাজি, মারধর, বুথ জ্যাম, ভোটারদের ভয় দেখানো, সংঘর্ষ কোনও কিছুই বাদ যায়নি।
- কাটোয়ার হরমুজ গ্রামে ব্যাপক বোমাবাজি হয়। আহত হন ১ তৃণমূল কর্মী।
- রাত থেকে ভোট দিতে না যাওয়ার জন্য শাসানো হচ্ছে তাঁদের। এই অভিযোগে কল্যাণীর চাঁদমারি এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় মানুষজন। কেন্দ্রীয় বাহিনী এসে অবরোধ তুলে দেয়
- বর্ধমানের কেতুগ্রামে এক সিপিএম কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ
- জোড়াসাঁকোর ভিক্টোরিয়া কলেজে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বেলার দিকে সেখানে উত্তেজনা ছড়ায়
- বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তৃণমূল এজেন্টের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির সিপিএমের দিকে। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব
- গলসির বনগ্রামে সিপিএমের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ
- নদিয়ার চাকদহে এক শিক্ষকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ
- নদিয়ার করিমপুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, সংঘর্ষের মাঝে পড়ে আহত হন ৮০ বছরের এক বৃদ্ধা, মাথা ফাটে ওই বৃদ্ধার, যদিও ওই অবস্থা নিজের ভোট দিতে যান তিনি
- বেলেঘাটায় বুথ জ্যাম সরাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগ, বারবার সরানো হল বুথের সামনের ভিড়, বুথ জ্যামের চেষ্টার অভিযোগে আটক করা হয় ১০ জনকে
- কালনায় সিপিএমের ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়, তৃণমূলের দাবি সিপিএম কর্মীরা ক্যাম্প অফিস থেকে ভোটারদের খাবার বিতরণ করে প্রভাবিত করার চেষ্টা করছিলেন, তা রুখতেই ক্যাম্প অফিস থেকে সকলকে হঠিয়ে দেন তাঁরা
- সকাল থেকেই মঙ্গলকোটের গ্রামে গ্রামে ঢুকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, অনেক ভোটার ভয়ে ভোট দিতে যাননি, পরে কেন্দ্রীয় বাহিনী অভয় দেওয়ায় কয়েকজন ভোট দিতে সক্ষম হন
- মঙ্গলকোট সিনুট গ্রামে বুথের কাছেই আক্রান্ত হন ৪ তৃণমূল কর্মী। অভিযোগের তির সিপিএমের দিকে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
- নদিয়ার গয়েশপুরে সর্বসমক্ষে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে অনেক ওটারই ভোট দিতে যাননি
- কলকাতার লিবার্টি সিনেমা হলের সামনে বোমা পড়ায় আতঙ্ক ছড়ায়