
সকাল থেকে তৈরি হওয়া একরাশ জল্পনায় জল ঢেলে দিলেন চিকিৎসকেরা। রবিবার দুপুরে মদন মিত্রকে সংশোধনাগারেই পরীক্ষা করেন তাঁরা। পরীক্ষার পর ৪ চিকিৎসকের ওই দল জানিয়ে দেন মদন মিত্রকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। ফলে ভোটের দিন গারদের পিছনেই কাটাতে হবে কামারহাটির তৃণমূল প্রার্থীকে। এদিন সকালে গরমের জন্য সংশোধনাগারের সেলেই অসুস্থ বোধ করেন সারদা কাণ্ডে অভিযুক্ত মদন মিত্র। তারপরই শুরু হয় জল্পনা। বিরোধীরা সরাসরি তাঁর অসুস্থতার ধরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধীদের দাবি, সোমবার মদন মিত্রের কেন্দ্রে ভোট। হাসপাতালে শুয়ে সেই ভোট পরিচালনা করা সহজ তাই গারদের পিছন ছেড়ে হাসপাতালের বেডে পৌঁছনর এ এক কৌশল ছাড়া আর কিছুই নয়। যদিও তৃণমূলের তরফে সাফ জানান হয় চিকিৎসকেরা যা বলবেন সেটাই শেষ কথা। দুপুরে মদন মিত্রকে দেখতে সংশোধনাগারে পৌঁছন এসএসকেএমের ৪ জনের একটি চিকিৎসক দল। তাঁরা মদনবাবুর শারীরিক অবস্থা পরীক্ষা করার পর জানিয়ে দেন তাঁকে হাসপাতালে ভর্তির মত অবস্থা নয়।