চতুর্থ দফার ভোটেও বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটল। এদিন উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ২ জায়গা থেকেই দিনভর বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গেছে। তবে হিংসা কখনওই মাত্রা ছাড়ায়নি। যার পুরো শ্রেয়টাই যায় কেন্দ্রীয় বাহিনীর ওপর। কেন্দ্রীয় বাহিনীকে এদিন সকাল থেকেই সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে।
- সকালেই ভোটারদের মারধর করার অভিযোগে নিউটাউনে ১৯ জন তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ
- কয়েক মাস আগেই পুরভোটকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছিল সল্টলেক, সেই সল্টলেকে এদিন ভোটপর্ব মিটল, তবে কাকপক্ষীও টের পেল না
- তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ সামনে আসার পরই দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে দমদমের রত্নাগড় হাইস্কুল, অবস্থা নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী, ২ জনকে গ্রেফতার করা হয়েছে
- নিউটাউনে একটি বুথের সামনে ভিড় করানোর অভিযোগে দুজনকে ধাওয়া করে পুলিশ, পুলিশের হাত থেকে বাঁচতে তারা পুকুরে নেমে পড়ে, পরে তাদের পুকুর থেকে তুলে গ্রেফতার করে পুলিশ, এদের মধ্যে একজন কুখ্যাত দুষ্কৃতী রমেশ মজুমদার বলে জানিয়েছে পুলিশ
- হাড়োয়ায় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করলেন বিরোধী প্রার্থী ইমতিয়াজ হোসেন
- বাম আমলে তাঁকে শাসনের ত্রাস বলা হত, এবার সেই মজিদ মাস্টারকেই ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
- ভোটের প্রায় শেষ পর্যায়ে এসে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আমতার জয়পুর, আহত বেশ কয়েকজন
- ছেলে সিপিএম প্রার্থীর এজেন্ট হওয়ায় তাঁর বাবা ও দাদাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, খড়দহ স্টেশনের কাছেই ওই ব্যক্তির বাড়ি, সেখানে শুয়ে প্রৌঢ়ের আক্ষেপ, পাড়ার ছেলেরা এসে তাঁর গায়ে হাত তুলবে তা তিনি স্বপ্নেও ভাবেননি
- বিকেলে দুর্লভপুরে তৃণমূল-সিপিএম ব্যাপক সংঘর্ষ, আহত ২ তৃণমূল ও ১ সিপিএম কর্মী, আহত সিপিএম কর্মীকে মাঠে বসিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে মারধরে ব্যস্ত রইলেন সিপিএম কর্মীরা
- সাঁকরাইলে দুপুরের দিকে ৩ জন বোরখা পরিহিতা মহিলা কেবল ভোটার স্লিপ নিয়ে ভোট দিতে আসেন, তাঁদের ভোট দিতে দেননি প্রিজাইডিং অফিসার
- বরাহনগরের নেতাজি কলোনিতে ভোট দিতে এলে উত্তর দমদমের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে বাধা দেওয়ার অভিযোগ, একথা ভোট দেওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর কাছে জানান তন্ময়বাবু, অভিযোগ পাওয়ার পর তৃণমূলের ক্যাম্প অফিসটি ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে ৮ জন তৃণমূল কর্মী জখম হন
- সন্দেশখালির রামপুর গবাটি প্রাথমিক স্কুলে ইভিএম লুঠের চেষ্টা রুখতে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, ইভিএম ফেলে চম্পট দুষ্কৃতীদের