বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ১৬ এমন আসনের উল্লেখ রয়েছে যেখানে আগেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী দিয়েছে জেনেও বামেরা সেইসব আসনে প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভপতি অধীর রঞ্জন চৌধুরী। বামেরা জোট ভাঙতে চাইলে কংগ্রেস একা লড়তে প্রস্তুত বলেও এদিন ইঙ্গিত দেন অধীরবাবু। মুর্শিদাবাদে তাদের পাঁচটি জেতা কেন্দ্রে বামেরা প্রার্থী দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।
নির্বাচন শুরু হতে আর একমাসও বাকি নেই। তার আগে এদিন বামেদের প্রার্থী তালিকা প্রকাশ ও অধীর চৌধুরীর প্রতিক্রিয়ায় জোট জট যে ক্রমশ জটিল আরাক নিচ্ছে তা মেনে নিচ্ছেন বাম-কংগ্রেসের কর্মী সমর্থকেরা।