
শনিবার ভোট। তার আগে বৃহস্পতিবারই ছিল প্রচারের শেষ দিন। ফলে গরম উপেক্ষা করেই শেষ মুহুর্তের প্রচার সারলেন বাম-কংগ্রেস জোটের হেভিওয়েটরা। কসবায় সিপিএমের তরুণ প্রার্থী শতরূপ ঘোষের সমর্থনে পদযাত্রায় অংশ নেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। সঙ্গে ছিলেন শিলিগুড়ি মডেলের জন্য বিখ্যাত সিপিএমের পোড় খাওয়া নেতা অশোক ভট্টাচার্য। ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তীও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে টালিগঞ্জের সিপিএম প্রার্থী মধুজা সেনরায়ের সমর্থনেও এদিন প্রচারে দেখা গেছে কংগ্রেস নেতা সোমেন মিত্রকে। হুডখোলা গাড়িতে মধুজার সমর্থনে সঙ্গে ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীও।