
পঞ্চম দফায় কলকাতার বাকি অংশ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির একাংশে ভোট হতে চলেছে আগামী শনিবার। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে গত বুধবার থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। আর বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেল কড়া নজরদারি। কলকাতায় বাস থামিয়েও তল্লাশি করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে ডিকি পরীক্ষা করেন জওয়ানরা। সঙ্গে ছিল পুলিশও। গাড়ির কাগজপত্রও পরীক্ষা করে দেখা হয়। পাড়ায় পাড়ায় দুষ্কৃতীদের খোঁজেও তল্লাশি চলে। নিরাপত্তা সুনিশ্চিত করতে হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জুড়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে।