প্রকাশ্যে বিরোধী এজেন্টকে মেরে বুথে থেকে বার করে দেওয়ার নির্দেশ ঘিরে নির্বাচন কমিশনের কোপে পড়লেন সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী তথা বিধানসভার বিদায়ী ডেপুটি স্পিকার সোনালী গুহ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন। এফআইআর দায়েরের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে তারা।
এদিন সকালে কাশীবাটি হিন্দুময়ী স্কুলের কাছে সোনালী গুহকে ফোনে নির্দেশ দিতে দেখা যায়। ইভিএম খারাপ করে দেওয়ার অভিযোগ করে বাম এজেন্টদের মেরে বুথ থেকে বার করে দেওয়ার কথা উঁচু গলায় বলতে শোনা যায় তাঁকে। এই ঘটনা সামনে আসতেই বিরোধীরা সুর চড়ান। তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে কমিশনের দ্বারস্থ হন তাঁরা। তারপরই জেলা প্রশাসনের কাছে কমিশনের তরফে বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠান হয়। অবশেষে দুপুরের দিকে এফআইআরের নির্দেশ জারি করে কমিশন।
এদিকে বামেদের অভিযোগ সোনালী গুহ ওই নির্দেশ দেওয়ার পর সাতগাছিয়ার বোরানপুরের একটি বুথ থেকে সিপিএম এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়। এদিন নিজের কেন্দ্রে ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য বুথে বুথে ঘুরছিলেন সোনালী। সেই সময় একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি।