State

বিক্ষিপ্ত ঘটনা বাদে ভোট শান্তিপূর্ণ

রাজ্য বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচনে শনিবার মোটের ওপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ। তবে কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর এসেছে। কোথায় কি হল তারই একটা খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করল নীলকণ্ঠ।

  • আরামবাগে সকালে ভোট দিতে যাওয়ার সময় আক্রান্ত হন এক সিপিএম কর্মী, তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়, অভিযোগের তির তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল
  • হরিপালে এক সিপিএম এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
  • যাদবপুরে সকালে বুথে বুথে ঘোরার সময় সঙ্গে বহিরাগতদের নিয়ে ঢোকার অভিযোগ ওঠে সেখানকার তৃণমূল প্রার্থী মণীশ গুপ্তের বিরুদ্ধে
  • রাসবিহারী কেন্দ্রের কেয়াতলায় ফুটের ধার থেকে ৩টি তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ায়
  • ভোট শুরুর পরই খানাকুলে জনা ৫০ মহিলা ভোটারকে ভোট দিতে যাওয়ায় বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়
  • পান্ডুয়ায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী রহিম নবির বিরুদ্ধে
  • গোঘাটে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর অভিযোগ শুনে বহিরাগতদের খোঁজে বাড়িতে বাড়িতে তল্লাশি, ঘরে ঘরে ঢুকে বহিরাগতদের খুঁজে বার করে ধরে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী
  • বেলার দিকে বারুইপুরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী
  • মেটিয়াবুরুজে তৃণমূল-সিপিএম সংঘর্ষ
  • কসবার অগ্রণী স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাম প্রার্থী শতরূপ ঘোষ
  • হুগলির চাঁপদানিতে বেলা ১২টার পর থেকে ২ কংগ্রেস এজেন্টের খোঁজ না থাকায় তৃণমূলের দিকে অপহরণের অভিযোগ
  • কসবায় দিনভর জটলা হটিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী
  • দুপুরে বাসন্তীতে আরএসপি-তৃণমূল সংঘর্ষ বাধে, ঘটনায় আহত হন ৭ জন
  • যাদবপুরের পোদ্দারনগরে এক তৃণমূল কর্মীকে মার কেন্দ্রীয় বাহিনীর
  • বারুইপুর পূর্ব কেন্দ্রে নবগ্রামে একটি বুথের সামনে বিকেল তিনটে নাগাদ গুলি চলে বলে অভিযোগ, গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, অভিযোগের তির সিপিএমের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব
  • আরামবাগের চাঁদুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ, গুরুতর আহত ২ তৃণমূল কর্মী, আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়
  • আরামবাগের ২৭৭ নং বুথের প্রিজাইডিং অফিসারকে অপসারিত করল নির্বাচন কমিশন
  • প্রিন্স আনোয়ার শাহ রোডে বিকেলে কলকাতা পুলিশের কম্যান্ডো বাহিনীর টহলদারি
  • নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআরের ভিত্তিতে গ্রেফতার আরামবাগের তৃণমূল নেতা শেখ নিজামুদ্দিন। অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগে নিজামুদ্দিনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় কমিশন



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button