
ভোটের শেষ মুহুর্তে এসে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এখানে মোট পাঁচটি বুথ রয়েছে। এদিন দিনভরই বুথের সামানে যখনই ভিড় জমানোর চেষ্টা হয়েছে তখনই সেই জটলা হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ বিকেলের দিকে কেন্দ্রীয় বাহিনীর ওপর আচমকাই গ্রামবাসীরা হামলা চালান। সংখ্যায় কম থাকায় সমস্যায় পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফোনে আরও বাহিনী চেয়ে পাঠান তাঁরা। পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী সেখানে হাজির হয়ে পাল্টা আক্রমণ করে। আক্রমণকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। গ্রামে ঢুকে অভিযুক্তদের খোঁজার চেষ্টা করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ সে সময়ে শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বাহিনী। যদিও গুলি চালনার কথা অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী। তবে উত্তেজনা ছড়ালেও ভোটগ্রহণে তার কোনও প্রভাব পড়েনি। তবে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।