State

শেষ ভোটপর্ব, শান্তিপূর্ণ শেষ দফা

রাজ্যে ষষ্ঠ ও শেষ দফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। এদিন ২৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণের হার ৮০ শতাংশের কাছাকাছি। মোটের ওপর ভোটগ্রহণ হয়েছে শান্তিতেই। কয়েকটি জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে দিনভরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সজাগ ভূমিকা পালন করতে দেখা যায়।

  • শীতলকুচিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বহিরাগতদের হঠাতে পুলিশের লাঠিচার্জ
  • পাঁশকুড়া পূর্বে এক বাম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, এখানে কয়েকটি বুথের কাছাকাছি জটলা হওয়ায় তা নিমেষে হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী
  • খেজুরিতে রাস্তা কেটে দিলেন তৃণমূল কর্মীরা, পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই রাস্তা মেরামত করে চলাচলের যোগ্য করে তোলেন
  • তমলুকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট বিতরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
  • দুপুরের দিকে হলদিয়ার একটি বুথের সামনে চলে আসার অভিযোগে তৃণমূল কাউন্সিলর শেখ আবদুল কাদিরকে বেধড়ক মার কেন্দ্রীয় বাহিনীর
  • বিকেলে নন্দীগ্রামের ব্রজমোহন স্কুলের সামনে ভিড় সরাতে পুলিশের লাঠিচার্জ, আহত এক যুবক
  • খেজুরির বারাতলায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
  • জীবনে প্রথম ভোট দিলেন ছিট মহলের মানুষজন, স্বাভাবিকভাবেই খুশি তাঁরা, ১০৩ বছরের আজগর আলি তাঁর পরিবারের তিন প্রজন্মকে নিয়ে ভোট দিতে যান
  • পাঁশকুড়ায় বিকেলের দিকে বহিরাগতদের ভিড় লাঠি উঁচিয়ে হটিয়ে দেয় পুলিশ
  • পাঁশকুড়া পশ্চিমের মাইসোর গ্রামের জনা ২০ সন্ত্রস্ত ভোটারকে ভোট দিতে সুরক্ষা বলয়ে ঘিরে ভোটকেন্দ্রে নিয়ে এল কেন্দ্রীয় বাহিনী, ভোট দেওয়ার পর তাদের ফের গ্রামে ফিরিয়েও দেয় তারা, ভোটারদের অভিযোগ তাদের ভোট দিতে যেতে মানা করেছিল তৃণমূল
  • খাড়ারদিঘি গ্রামে ঢুকে ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য আশ্বস্ত করল কেন্দ্রীয় বাহিনী



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button