রাজ্যে ৮ দফায় ভোট, রইল পুরো নির্ঘণ্ট
রাজ্যে ৮ দফায় ভোটগ্রহণ হবে। জানিয়ে দিল নির্বাচন কমিশন। এবার জেলাগুলিতেও একাধিক দফায় ভোটগ্রহণের কথা জানানো হয়েছে। কলকাতাতেও ২ দফায় ভোট।
কলকাতা : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ৮ দফায় হবে ভোটগ্রহণ। ভোট গণনা হবে মে মাসে। ভোটগ্রহণ শুরু ২৭ মার্চ থেকে। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ২ মে ভোট গণনা।
৮ দফায় ভোটগ্রহণ হবে। এবার জেলাগুলিতেও একাধিক দফায় ভোট হচ্ছে। এদিন দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা একথা ঘোষণা করেন। এ রাজ্যে এবারই সবচেয়ে বেশি দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।
যে নির্ঘণ্ট নির্বাচন কমিশন এদিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট হবে বাঁকুড়া প্রথম পর্বে ৪টি আসনে, পুরুলিয়ায় ৯টি আসনে, পশ্চিম মেদিনীপুর প্রথম পর্ব ৬টি আসনে, পূর্ব মেদিনীপুর প্রথম পর্ব ৭টি আসনে এবং ঝাড়গ্রামের ৪টি আসনে।
১ এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ করা হবে। ভোট হবে পূর্ব মেদিনীপুর দ্বিতীয় পর্ব ৯টি আসনে, দক্ষিণ ২৪ পরগনা প্রথম পর্ব ৪টি আসনে, বাঁকুড়া দ্বিতীয় পর্ব ৮টি আসনে এবং পশ্চিম মেদিনীপুর দ্বিতীয় পর্ব ৯টি আসনে।
৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ। ৩১টি আসনে ওইদিন ভোটগ্রহণ হবে। ভোট হবে হাওড়ায় প্রথম পর্বে ৭টি আসনে, হুগলি প্রথম পর্ব ৮টি আসনে এবং দক্ষিণ ২৪ পরগনা দ্বিতীয় পর্ব ১৬টি আসনে।
১০ এপ্রিল হবে চতুর্থ দফা। এই দফায় ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট হবে হাওড়া দ্বিতীয় পর্ব ৯টি আসনে, হুগলি দ্বিতীয় পর্ব ১০টি আসনে, দক্ষিণ ২৪ পরগনা তৃতীয় পর্ব ১১টি আসনে, আলিপুরদুয়ারের ৫টি আসনে এবং কোচবিহারের ৯টি আসনে।
পঞ্চম দফার ভোটগ্রহণ ১৭ এপ্রিল। ৪৫টি আসনে হবে ভোটগ্রহণ। ওইদিন ভোটগ্রহণ হবে উত্তর ২৪ পরগনা প্রথম পর্ব ১৬টি আসনে, পূর্ব বর্ধমান প্রথম পর্ব ৮টি আসনে, নদিয়া প্রথম পর্ব ৮টি আসনে, দার্জিলিংয়ের ৫টি আসনে, কালিম্পং ১টি আসনে এবং জলপাইগুড়ির ৭টি আসনে।
ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে ২২ এপ্রিল। এদিন ভোটগ্রহণ হবে ৪৩টি আসনে। ভোট হবে উত্তর ২৪ পরগনা দ্বিতীয় পর্ব ১৭টি আসনে, পূর্ব বর্ধমান দ্বিতীয় পর্ব ৮টি আসনে, নদিয়া দ্বিতীয় পর্ব ৮টি আসনে এবং উত্তর দিনাজপুরের ৯টি আসনে।
২৬ এপ্রিল থাকছে সপ্তম দফা। ওইদিন ৩৬টি আসনে ভোটগ্রহণ। মুর্শিদাবাদ প্রথম পর্ব ১১টি আসনে পর্ব, মালদায় প্রথম পর্ব ৬টি আসনে, কলকাতা দক্ষিণের ৪টি আসনে, দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনে এবং পশ্চিম বর্ধমানের ৯টি আসনে।
অষ্টম ও শেষ দফায় ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। ওইদিন হবে ৩৫টি আসনে ভোটগ্রহণ। ওইদিন ভোট হবে মুর্শিদাবাদ দ্বিতীয় পর্ব ১১টি আসনে, মালদায় দ্বিতীয় পর্ব ৬টি আসনে, কলকাতা উত্তরের ৭টি আসনে ও বীরভূমের ১১টি আসনে।
ভোটের ফল ঘোষণা হবে ২ মে। এদিন ভোটের দিন ঘোষণার পরই রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, অসম, কেরালা এবং কেন্দ্রশাসিত রাজ্যে পুদুচেরিতে ভোট হবে।
এদিন ভোটের দিনক্ষণ ঘোষণার পরই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৮ দফা ভোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা