State

অশান্তি অষ্টম দফাতেও, মিটল ভোট পর্ব

অষ্টম দফার ভোটের মধ্যে দিয়ে এ রাজ্যে ভোট পর্বে ইতি পড়ল। এবার অপেক্ষা ভোটের ফলাফলের। তার আগে অষ্টম দফাতেও অশান্তি পিছু ছাড়ল না।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। বেসামাল এ রাজ্যও। তারমধ্যেই বৃহস্পতিবার ছিল ভোটগ্রহণের অষ্টম ও শেষ দফা। যেখানে কলকাতার একটা অংশও শামিল ছিল। ভোট ছিল মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমেও।

এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ায়। মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বিক্ষোভের মুখে পড়েন। ধাক্কাধাক্কি, হাতাহাতির ঘটনা ঘটে।


এখানে এক সময় ২ প্রার্থী কল্যাণ চৌবে ও সাধন পাণ্ডে মুখোমুখি হয়ে পড়েন। সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ তৃণমূল ও বিজেপি সমর্থকরা মুখোমুখি থাকেন।

পুলিশ মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়। মহাজাতি সদনের কাছে একটি বোমা ফাটে। তবে নির্বাচন কমিশন পরে জানিয়ে দেয় ওটা বোমা নয়, বাজি ছিল।


বেলেঘাটায় এদিন অশান্তি ছড়ায়। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে প্রবল সংঘর্ষ বাধে। রক্তাক্ত হন কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দীর্ঘ সময় বেলেঘাটায় অশান্তি চলে।

এছাড়াও বিভিন্ন কোণায় ছোটখাটো ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এদিন বীরভূমেও ছোটখাটো অশান্তির ঘটনা ঘটে। ডোমকলে এদিন সকাল থেকেই অশান্তি ছড়ায়। তবে সব মিলিয়ে অষ্টম দফায় ভোট মিটল ছোটখাটো অশান্তি দিয়েই।

এদিন কলকাতায় কিন্তু ভোট কম পড়েছে। ৫৭.৫৩ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত। সবচেয়ে বেশি ভোট পড়েছে বীরভূমে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮১ শতাংশের ওপর। মালদায় ৭৮ শতাংশ ও মুর্শিদাবাদে ৮০ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত।

Show Full Article
Back to top button