- দেশের জিডিপি ১ থেকে ৩.৫ শতাংশ কমবে – দাবি অর্থমন্ত্রীর
- নোট বাতিলের সিদ্ধান্তকে সমালোচনা
- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতি হয়েছে
- পাট-চর্ম শিল্পের ক্ষতি হয়েছে
- রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন ব্যাহত হয়েছে
- নোট বাতিলের ধাক্কা সামলাতে লেগে যাবে ২ থেকে ৩ বছর, দাবি অর্থমন্ত্রীর
- দেশজুড়ে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে
- নোটবন্দির মধ্যেও বাংলা এগিয়ে চলেছে, এগোচ্ছে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজ
- অঙ্গনওয়াড়িকর্মীদের ভাতা মাসিক ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব। ২ লক্ষের বেশি এর ফলে উপকৃত হবেন
- তৃণমূলস্তরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ‘আশা’ কর্মীদের মাসিক ৫০০ টাকা ভাতা বৃদ্ধি। ৫০ হাজার কর্মী উপকৃত হবেন
- নোটবাতিলের জেরে যেসব কারিগর বাংলায় ফিরে আসতে বাধ্য হয়েছেন তাঁদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রস্তাব, যাতে তাঁরা ক্ষুদ্রশিল্প গড়ে রুজিরুটি চালাতে পারেন
- নোটবাতিলের জেরে বীজ কিনতে না পেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা মাথায় রেখে একশো কোটি টাকার বিশেষ তহবিলের প্রস্তাব
- অনলাইন কর আদায়ের জেরে রাজস্ব ১০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হল
- রেজিস্ট্রি ফি-এর ওপর ২০ শতাংশ ছাড়
- ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নথিপত্র দাখিলের অফলাইন ব্যবস্থা তুলে দেওয়া হল, এবার থেকে সমস্ত নথি অনলাইন জমা দিতে হবে
- উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার হলে তাঁদের ন্যুনতম ভ্যাট দিতে হবে
- শিক্ষা ও গ্রামীণ সংস্থান সেস মকুব
- বিগত অর্থবর্ষে ১৩ লক্ষ ২৭ হাজার কর্মসংস্থান হয়েছে বলে দাবি অর্থমন্ত্রীর
- বায়োডিজেল, সোলার ওয়াটার ফিল্টার, শালপাতার থালা-বাটি, টেরাকোটার টালি, কেরোসিন স্টোভ সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব
Leave a Reply