
নোট বাতিলের জেরে দেশের জিডিপির হার ১ থেকে ৩.৫ শতাংশ কমতে পারে। শুক্রবার বিরোধীশূন্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন নোট বাতিল নিয়ে বাজেটের শুরুতেই সমালোচনায় মুখর হন তিনি। নোট বাতিলের ধাক্কা সামলাতে ২ থেকে ৩ বছর লাগবে বলেও সতর্ক করে অমিত মিত্র বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। কাজ হারিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া কারিগরেরা। ক্ষতি হয়েছে পাট বা চর্ম শিল্পের। অর্থমন্ত্রী দাবি করেন, নোট বাতিলের জেরে রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন ব্যাহত হয়েছে। নোট বাতিলের সিদ্ধান্তে কার্যত দেশ জুড়ে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করেন অমিত মিত্র।