রাজ্য বাজেটে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য স্বরোজগার প্রকল্পে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে এই আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি। সোমবার ছিল রাজ্য বাজেট। এদিন বিধানসভায় অধিবেশন চালুর পর অমিত মিত্র বাজেট পেশ শুরু করলে তাঁর সামনে স্লোগান দিতে থাকেন বিরোধী বিধায়কেরা। তারমধ্যেই অর্থমন্ত্রী তাঁর বাজেট পেশ করতে থাকেন। যতক্ষণ তিনি বাজেট পেশ করেছেন ততক্ষণই বিরোধীরা তাঁদের স্লোগান চালিয়ে গেছেন।
বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর শুনিয়েছেন অর্থমন্ত্রী। তাঁদের ভাতা আরও ৫০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি। এতে রাজ্য জুড়ে ২ লক্ষ ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী উপকৃত হবেন বলে জানান অমিত মিত্র। সেইসঙ্গে তিনি আশা কর্মীদেরও সুখবর থেকে বঞ্চিত করেননি। তাঁদেরও ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্ধমন্ত্রী। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই অতিরিক্ত ভাতা তাঁরা পাবেন। এতে ২০ হাজার আশা কর্মী উপকৃত হবেন।
চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও ভাল খবর দিয়েছেন অর্থমন্ত্রী। রাজ্য সরকারের চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পারিশ্রমিক ১ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা হয়েছে রাজ্য বাজেটে। এতে ১ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বলে জানান অমিতবাবু। এছাড়া চা উৎপাদনের ওপর থেকে সব সেস তুলে নেওয়ার কথাও এদিন রাজ্য বাজেটে ঘোষণা করেন অমিত মিত্র।