Kolkata

হাসির আলো, চা সুন্দরী, কর্মসাথী, ১১টি প্রকল্প ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্য বাজেটে এবার বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দরিদ্রদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার জন্য চালু হচ্ছে ‘হাসির আলো’ প্রকল্প। বরাদ্দ ২০০ কোটি টাকা। চা বাগানের গৃহহীন শ্রমিকদের মাথার ওপর ছাদ দিতে ‘চা সুন্দরী’ প্রকল্প। বরাদ্দ ৫০০ কোটি। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান দিতে ২ লক্ষ টাকা পর্যন্ত সরল সুদে ঋণ দেওয়া হবে। আগামী ১ বছর এই ব্যবস্থায় সমবায় ব্যাঙ্ক থেকে ঋণদান করা হবে। এদিন অর্থমন্ত্রী স্বনিযুক্তির লক্ষ্যে ঋণদানের কথা বলার পাশাপাশি দাবি করেন রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব হ্রাস পেয়েছে।

তফশিলি জাতি ও উপজাতিদের বয়স্কদের জন্য মাসে ১ হাজার টাকা করে ভাতা চালু করছে সরকার। রাজ্যে ৩টি নতুন বিশ্ববিদ্যালয়ও গড়া হবে বলে জানানো হয়েছে। তৈরি হবে ৩টি অ্যাকাডেমিও। এই অ্যাকাডেমিগুলিতে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের তালিম দেওয়া হবে। তাঁদের প্রস্তুত করা হবে। কলকাতা, শিলিগুড়ি ও দুর্গাপুরে ৩টি এমন অ্যাকাডেমি তৈরি হবে। এদিকে পড়ে থাকা মামলার নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্টের প্রস্তাব রয়েছে বাজেটে।


আগামী ৩ বছরে ১০০টি এমএসএমই পার্ক তৈরির প্রস্তাবও রয়েছে বাজেটে। রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসারের লক্ষ্যে রাজ্য এই পার্ক তৈরি করলে অনেক নতুন উদ্যোগী উপকৃত হবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাংলাশ্রী প্রকল্পেরও ঘোষণা করেন অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী বাজেট শেষ করেন মুখ্যমন্ত্রীর লেখা একটি কবিতা দিয়ে। এদিন বিধানসভায় ২০২০-২১ সালের বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগও করেন অর্থমন্ত্রী।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button