রাজ্য সরকারি কর্মীদের মন ভাল করে বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা
রাজ্য বাজেটে ডিএ নিয়ে ভাল কিছু ঘোষণা হতে চলেছে, এমন কানাঘুষো আগেই শোনা যাচ্ছিল। এদিন বাজেট পেশের সময় তা সত্যি হল।
রাজ্য সরকারি কর্মীরা গত জানুয়ারি মাসেই ৪ শতাংশ ডিএ পেয়েছেন। তারপর ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে তাঁরা ফের ডিএ নিয়ে সুখবর শুনলেন। চলতি বছরেই লোকসভা নির্বাচন। তাই এবার রাজ্য বাজেটে মমতা সরকার ভোটের কথা মাথায় রেখে কি ঘোষণা করে সেদিকে নজর ছিল সকলের।
এদিন রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা। জানুয়ারিতে ৪ শতাংশের পর ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা স্বভাবতই রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটায়।
ফলে চলতি বছরে ৮ শতাংশ ডিএ পেলেন রাজ্য সরকারি কর্মীরা। বাজেটে যে ৪ শতাংশ ডিএ বা মহার্ঘভাতার কথা ঘোষণা করা হয়েছে তা অবশ্য মে মাস থেকে পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা।
গত ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে বছর শেষের উৎসবের সূচনা মঞ্চ থেকেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি থেকে তা প্রযোজ্য হয়।
সেই মত জানুয়ারির মাইনেতে অতিরিক্ত ৪ শতাংশ ডিএ পেয়েছেন সকলে। এবার ফেব্রুয়ারির ৮ তারিখে ফের ৪ শতাংশ ডিএ ঘোষণা হল রাজ্য বাজেটে।
ফলে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ নিয়ে ক্ষোভ ও অসন্তোষে কিছুটা হলেও প্রলেপ পড়ল। এদিনের ঘোষণা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাঁদের মনকে।