লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা বাজেটে, বেজায় খুশি মহিলারা
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যা শোনার পর রাজ্যের মহিলাদের মুখের হাসি আরও চওড়া হয়েছে।
রাজ্য বাজেটে এবার কার্যতই দরাজ রাজ্যসরকার। রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের ১ হাজার টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে বৃহস্পতিবারের বাজেটে। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখার কথাও এদিন ঘোষণা করা হয়েছে বাজেটে।
আগে তা ছিল ১০ শতাংশ। ফলে সিভিক ভলেন্টিয়ারদের মুখে হাসি ফুটেছে। সেই সঙ্গে মুখের হাসি আরও চওড়া হয়েছে রাজ্যের মহিলাদের। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পান সেসব মহিলারা এদিনের ঘোষণায় বেজায় খুশি।
চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাজেট পেশের সময় জানান লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার থেকে বাড়াতে চলেছে রাজ্যসরকার। তফশিলি ও জনজাতিভুক্ত মহিলাদের টাকা বেড়ে হচ্ছে ১ হাজার ২০০ টাকা। অন্যদিকে সাধারণ মহিলাদের ক্ষেত্রে তা বেড়ে হয়েছে ১ হাজার টাকা।
এখন মাসে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পান সাধারণ মহিলারা। সেটাই এদিন দ্বিগুণ করা হয়েছে। এই ঘোষণা রাজ্যের মহিলাদের মন ভাল করে দিয়েছে।
এদিন মৎস্যজীবীদের জন্য বাজেটে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে বর্ষার সময় ২ মাস মৎস্যজীবীরা মাসে ৫ হাজার টাকা করে রাজ্যসরকারের থেকে ভাতা পাবেন।
এদিকে অলিম্পিকস, কমনওয়েলথ, এশিয়ান গেমসে পদক জয়ী তো বটেই, সেই সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পদকজয়ী খেলোয়াড়দের জন্য রাজ্য সরকারি চাকরির পথ খুলে দিল রাজ্যসরকার।