ফের বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে তাণ্ডব চালাল একটি হাতি। শুক্রবার গভীর রাতে হাতিটি বড়বাইদ গ্রামে ঢুকে পড়ে। আটটি কাঁচা বাড়ি গুঁড়িয়ে দেয়। খাবারের খোঁজেই হাতিটি বারবার গঙ্গাজলঘাঁটি এলাকায় ঢুকে পড়ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতর হাতিটির বারবার হানা আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে রাতের পর এদিন সকালেও হাতিহানার আতঙ্ক পিছু ছাড়ছেনা গ্রামবাসীদের। যে কোনও সময়ে ফের হাতিটি হামলা চালাতে পারে বলে মনে করছে তারা। এদিকে শুধু বাঁকুড়া নয়, লাটাগুড়িতেও শুক্রবার গভীর রাতে গ্রামে ঢুকে হামলা চালায় একটি হাতি। লাটাগুড়ির বিচাভাঙায় একটি স্কুল ভেঙে গুঁড়িয়ে দেয় হাতিটি।