হাওড়ার উলুবেড়িয়ার নতিবপুর হাইস্কুল। এখানে মঙ্গলবার দুপুরে চলছিল মাধ্যমিক পরীক্ষা। বাইরে ভিড় করে অপেক্ষা করছিলেন অভিভাবকরা। নিস্তব্ধ পরিবেশে বেশ চলছিল পরীক্ষা। আচমকাই সব নিস্তব্ধতাকে খানখান করে স্কুলের ঠিক বাইরেই একটি বোমা ফাটার আওয়াজ। চমকে ওঠেন অভিভাবকরা। কিছু বুঝে ওঠার আগেই ফের প্রায় একই জায়গা থেকে আবার বোমা ফাটার আওয়াজ। আতঙ্কে অভিভাবকরা ছুট লাগান বিস্ফোরণের উৎসস্থলের দিকে। কিন্তু বিশেষ সময় পাননি। তার আগেই ফের বিস্ফোরণ। এবার স্কুলের ভিতর থেকে আওয়াজ আসে। স্কুলের বাথরুমের দিক থেকে। দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। তল্লাশি চালিয়ে স্কুলের পাশ থেকে প্রচুর চকোলেট বোম উদ্ধার করে তারা।
এদিকে এই ঘটনার জেরে পরীক্ষায় বিঘ্ন ঘটে। মনঃসংযোগ বিঘ্নিত হয় পরীক্ষার্থীদের। কারা এভাবে চকোলেট বোম জমা করল, কারাই বা তা পরপর ফাটাল খতিয়ে দেখছে পুলিশ।