শনিবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সহপাঠীদের সঙ্গে ট্রেনে উঠেছিল রাহুল বর্মা। কাঁকিনাড়ার বাসিন্দা ওই কিশোর কাঁকিনাড়া হাইস্কুলের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সকালে ট্রেনে কিশোরের দেখা হয়ে যায় তার পূর্বপরিচিত রাজেশ খামাত নামে এক বন্ধুর সঙ্গে। অভিযোগ, কথা বলতে বলতে আচমকা রাহুলকে ট্রেনের ভিতর উত্যক্ত করা শুরু করে রাজেশ ও তার বাকি সঙ্গীসাথীরা।
মেয়েদের সামনে গালিগালাজ করায় ফুঁসে ওঠে রাহুলও। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রবল বচসা বেঁধে যায়। গন্তব্যে ট্রেন এসে পড়ায় ঝামেলা সেদিনের মত থেমে যায় ওইখানেই। তবে পুরো ব্যাপারটা যে মিটমাট হয়নি তা টের পাওয়া যায় গত মঙ্গলবার। ওইদিন ছিল মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে যেতে ২ বন্ধুর সঙ্গে ট্রেনে ওঠে রাহুল। অভিযোগ, কাঁকিনাড়া স্টেশনে নামার পর ওই কিশোর ও তার বন্ধুদের ঘিরে ধরে রাজেশ ও তার দলবল। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশনে নামতেই বছর ১৬-র কিশোরকে ব্যাপক মারধর করা শুরু করে আরেক দল কিশোর। স্থানীয়দের সাহায্যে গুরুতর জখম কিশোরকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমে ৫ অভিযুক্তের মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।