সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে এক তৃণমূলকর্মীর মুণ্ডহীন দেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। মৃতের নাম ফজলুল শেখ। বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মে সে জড়িত ছিল বলে দাবি পুলিশের। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। মঙ্গলবার রাতে বাড়ির সামনের ময়দানে গিয়েছিল বেলডাঙার চৈতন্যপুরের বাসিন্দা ফজলুল। বুধবার সকালে মাঠে তার মুণ্ডহীন দেহ চোখে পড়ে এলাকাবাসীর। খবর পেয়ে পুলিশ এসে বীভৎস দেহটি উদ্ধার করে। কাটা মুণ্ড উদ্ধারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ফজলুলকে। তাঁদের অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের দিকে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জেলা কংগ্রেস নেতৃত্ব।
মৃত ব্যক্তির শরীরের একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের অনুমান, বাড়ি থেকে কিছুটা দূরে ফজলুল শেখকে সম্ভবত ঘিরে ধরেছিল দুষ্কৃতিরা। পারিবারিক শত্রুতা, নাকি অন্য কোনও কারণে ফজলুল শেখকে নৃশংসভাবে খুন হতে হল? কারাই বা তাকে খুন করল? ঘটনার তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।