
হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারুইপুর স্টেশন চত্বর। শনিবার বেলা ১২টা থেকে রেল কর্তৃপক্ষের স্টেশন থেকে হকার উচ্ছেদ শুরু করার কথা ছিল। ১৫ দিন আগেই এই উচ্ছেদের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এদিন উচ্ছেদ শুরুর আগেই বারুইপুরের ১ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে জমায়েত করে বিক্ষোভ শুরু করেন হকাররা। উচ্ছেদের প্রতিবাদে হকারদের আন্দোলন চলার সময়েই স্টেশনর কাছে তিনটি বোমা বিস্ফোরণ হয়। এরপর আরপিএফ ও জিআরপি এসে তাদের হঠানোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা স্টেশন চত্বর। এক রেল আধিকারিক হকারদের বেদম প্রহারের শিকার হন। তাঁর চিকিৎসা চলছে। এদিকে হকারদের কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিন বারুইপুর স্টেশনের অবস্থা বিবেচনা করে অধিকাংশ যাত্রীই স্টেশন এড়িয়ে বাসে যাতায়াত করেন।