হাওড়া ময়দানের কাছে বেশ কিছুদিন ধরে চলছে একটি সিনেমা হল ভাঙার কাজ। বঙ্গবাসী সিনেমা হল ভেঙে ওই স্থানে নির্মাণ করা হবে বহুতল আবাসন। গত রবিবার প্রেক্ষাগৃহ ভাঙার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই প্রেক্ষাগৃহের দেওয়ালের একাংশ হুরমুড়িয়ে ভেঙে পড়ে কর্মরত শ্রমিকদের ঘাড়ের ওপর। দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর চোট পান ৪ জন শ্রমিক। হাওড়া জেলা সদর হাসপাতালে তাঁদের নিয়ে গেলে সেখানে ২ শ্রমিকের মৃত্যু হয়। বাকি ২ জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে প্রেক্ষাগৃহ ভাঙার কাজ।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, প্রেক্ষাগৃহটি অনেকদিনের। সেটির দেওয়াল ভাঙার সময় কোনও কারণে অসাবধান হয়ে পড়েছিলেন শ্রমিকরা। যার জেরেই নিমেষে বিপত্তি ঘটে যায় বলে ধারণা পুলিশের। সঠিক নিরাপত্তা বিধি মেনে প্রেক্ষাগৃহ ভাঙার কাজ চলছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।