বাস চালকের নিমেষের ভুল কেড়ে নিতে পারত বাসযাত্রীদের জীবন। ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু শেষপর্যন্ত তা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আসানসোল থেকে শিলিগুড়িগামী বাসের যাত্রীরা। শনিবার তাঁদের বাস মালদহের ইংরেজবাজার থানার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় যাত্রীবোঝাই বাসটির। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনা এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারানোয় বাস সোজা গিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের ধারে বিদ্যুতের ট্রান্সফরমারে। উল্টে যায় বাস। দুর্ঘটনার জেরে আহত হন বাসের ৪০ জন যাত্রী। স্থানীয়দের সাহায্যে তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে মালদহে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। ফলে জাতীয় সড়কের ধারের মাটি নরম ছিল। যার ফলে দুর্ঘটনা এড়াতে গিয়ে বাসের চাকা পিছলে বাস রাস্তার ধারে নেমে যায়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বেলার দিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।