বীরভূমের লাভপুরে ব্লক অফিসের সামনে এদিন সকালে কয়েকজন যুবককে তরোয়াল সহ নানা ধারাল অস্ত্র হাতে ঘোরাফেরা করতে দেখে আতঙ্ক ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল এভাবে ভয় দেখিয়ে মনোনয়ন দাখিলে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এদিন বীরভূমে প্রশাসনিক ভবনের মধ্যে বিজেপির জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল সহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তাঁদের ভবন থেকে বাইরে বার করে এনে মারধর করা হয় বলে অভিযোগ। কালোসোনা মণ্ডলের নিতম্বে ছুরি চালায় দুষ্কৃতীরা। তাদের হাত থেকে বাঁচতে পুলিশ সুপারের দফতরে আশ্রয় নেন তিনি। পরে তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুললেও তৃণমূল নেতৃত্ব একে বিজেপির গোষ্ঠীকোন্দল বলেই ব্যাখ্যা করেছেন।