
দশম শ্রেণির একটি ছেলের সঙ্গে প্রেম করছে মেয়ে। কথাটা কানে যাওয়ার পরই তাতে বাধা সাধে মেয়ের পরিবার। মেয়েকে বুঝিয়েও কাজ না হাওয়ায় শেষ পর্যন্ত ওই কিশোরকে মেয়েকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে ডেকে পাঠায় মেয়ের বাবা। প্রেমিকার বাবা ডেকেছেন শুনে স্থানীয় বড়বাড়ি গ্রামে তাদের বাড়িতে হাজির হয় হলদিয়ার চকদ্বীপ এলাকার বাসিন্দা ওই দশম শ্রেণির ছাত্র। অভিযোগ বাড়িতে যেতেই তাকে বেদম মার শুরু করে মেয়ের বাবা। বেধড়ক মারে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে ওই ছাত্রকে গলা কেটে খুন করে পাশের পুকুরে ফেলে দেয় সে। পরে যদিও পুকুর থেকে দেহ তুলে তা কাছের জঙ্গলে ফেলে দিয়ে আসে মেয়ের বাবা। তারপর মেয়েকে পাঠিয়ে দেয় পাঁশকুড়ায় এক আত্মীয়ের বাড়ি। এদিকে ছেলে বাড়ি না ফেরায় বুধবারই পুলিশে নিখোঁজ ডায়েরি করেছিলেন মৃত ছাত্রের বাবা-মা। কিন্তু পুলিশ ছেলেটির খোঁজ পাচ্ছিল না। এদিকে গত শনিবার মেয়েটি তার আত্মীয়ের বাড়ি থেকে ছেলের এক আত্মীয়কে ফোন করে সব কথা জানিয়ে দেয়। তারপরই বড়বাড়ি গ্রামে গিয়ে একটি ঝোপে পাশ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনা সামনে আসার পর রবিবার সকাল থেকেই উত্তপ্ত হলদিয়া। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে চকদ্বীপ মোড় অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা।