State

মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে দিনভর অশান্ত রায়গঞ্জ, চলল গুলি, পড়ল বোমা

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র তোলা ও পেশ করার পর্ব চলছে জোরকদমে। বুধবার ছিল তার তৃতীয় দিন। মনোনয়ন পত্র তোলা বা পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন কোণায় অশান্তি ছড়াচ্ছে। যে তালিকায় যুক্ত হল রায়গঞ্জের নাম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিডিও অফিসে এদিন সকালে মনোনয়ন তুলতে আসেন বিজেপি প্রার্থীদের কয়েকজন। অভিযোগ তখন তাঁদের বাধা দেন তৃণমূল কর্মীরা। এতে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকেরা এমজি রোড অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টা অবরোধের পর অবরোধ তুলে নেন তাঁরা।

বিজেপির দাবি দুপুরের দিকে ফের মনোনয়ন তুলতে গেলে ফের বাধার মুখে পড়তে হয় তাঁদের। এরপর দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল মোড়ের কাছে একদল দুষ্কৃতী তাণ্ডব শুরু করে। রাস্তার ওপর রে রে করে তেড়ে যায় তারা। চলে ইচ্ছেমত গুলি। গুলি চালানো হয় শূন্যে। অর্থাৎ ভীতি প্রদর্শন করতে চলতে থাকে গুলি। কয়েকটি বোমাও পড়ে। আতঙ্কে চারপাশের দোকানপাট মুহুর্তে বন্ধ হয়ে যায়। পথচলতি মানুষজন যে যেখানে পারেন আশ্রয় নেন। রাজপথ তখন দুষ্কৃতীদের দখলে। বেশ কয়েকটি বন্ধ দোকানেও ভাঙচুর করার চেষ্টা করা হয়। খবর পেয়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। এরপর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে এই দুষ্কৃতী তাণ্ডবের জন্য আঙুল তুলেছে। একে অপরকে দায়ী করেছে তারা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button