পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে অশান্তি লেগেই আছে। মনোনয়ন পেশের চতুর্থ দিনে বীরভূমের নলহাটিতে অশান্তি ছড়াল চরমে। নলহাটি ১ ও ২ নম্বর ব্লক এদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ১ নম্বর ব্লকে এদিন সকালে প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমের নেতৃত্বে কংগ্রেস ও বাম প্রার্থীরা মনোনয়ন পেশের জন্য বিডিও অফিসের দিকে রওনা হন। অভিযোগ সেসময়ে শাসক দলের কর্মীরা তাঁদের দিকে বোমা ছুঁড়তে থাকেন। পাল্টা বাম ও কংগ্রেস প্রার্থীদের নিয়ে মিছিল থেকেও বোমা ছোঁড়া হয়। দুপক্ষ একে অপরের দিকে লাঠি, রড, ইট নিয়ে তেড়ে আসে। এই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হন। রামচন্দ্র ডোমও আঘাত পান। পরে বাম ও কংগ্রেস প্রার্থীরা বিডিও অফিসে ঢুকে মনোনয়ন পেশ করলেও বিডিও অফিসের বাইরের বিশাল মাঠে বোমাবাজি চলতে থাকে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি সংবাদমাধ্যমের কর্মীদেরও বিডিও অফিসে আশ্রয় নিতে হয়।
একই পরিস্থিতি ছিল নলহাটি ২ নম্বর ব্লকেও। এখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এখানেও অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। অবস্থা সামলাতে পুলিশ শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। যদিও পুলিশের তরফে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে তৃণমূল-সিপিএম সংঘর্ষ যেভাবে বড় হচ্ছিল তাতে অবস্থা নিয়ন্ত্রণে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। দুপুরের পর অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে এলেও থমথমে ভাব ছিল সর্বত্র।