পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ ও পেশকে কেন্দ্র করে বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নলহাটি। এদিন সকালে মনোনয়ন পেশকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি পার্টি অফিসে অনেক যুবকের ভিড় জমে। পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের মনে হয় ওই যুবকরা অনেকেই স্থানীয় কেউ নন, বহিরাগত। পুলিশ তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। পাল্টা বিজেপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া শুরু করেন। ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। পুলিশ লাঠিচার্জ করে। অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
বিজেপির অভিযোগ, পুলিশ তাদের প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দিচ্ছে। বেলার দিকে অবস্থা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে হয়। তৈরি ছিল জলকামানও। অন্যদিকে বিজেপি সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ইটবর্ষণ চালাতে থাকে। একসময়ে বোমাও পড়ে। দফায় দফায় আক্রমণ থামাতে পুলিশকে রবার বুলেট প্রয়োগ করতে হয়। বিজেপি পার্টি অফিসও পুলিশ ঘিরে নেয়। এদিকে সংঘর্ষের জেরে এলাকা ফাঁকা হয়ে যায়। সব দোকানপাট বন্ধ হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল।