প্ল্যান ছিল সকলে মিলে পিকনিকের আবহে আনন্দ করার। কিন্তু নেশার কোপে তৈরি হল বিষাদের বাতাবরণ। ১১ জনের দলের ২ জন সমুদ্রে নেমে ফিরে এলেন না আর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তাজপুরে। সোমবার বেলঘরিয়ার ১১ জনের একটি দল দিঘায় বেড়াতে আসেন। স্থানীয় সূত্রের খবর, এদিন তাঁরা তাজপুর যান সমুদ্রস্নানের উদ্দেশ্যে। রাস্তায় ও সমুদ্র সৈকতে চলে আকণ্ঠ মদ্যপান। নেশাতুর অবস্থাতেই ৫ জন সমুদ্রে নামেন। নেশার ঘোরে ও জলের তোড়ে এই সময় প্রত্যেকেই সমুদ্রের বেশ কিছুটা ভেতরে চলে যান। সৈকতে বসে থাকা বাকিরা পরিস্থিতি ভয়ানক বুঝে চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গে হাজির হয় স্থানীয় প্রশাসনের শিক্ষিত উদ্ধারকারীরা। তাঁরা ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধারও করেন। কিন্তু বাকি ২ জন সাগর মোদক ও কালাচাঁদ সাহাকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁদের নিথর দেহ নিয়েই ফেরেন উদ্ধারকারীরা।
Read Next
November 21, 2024
রাজ্যে ১২ ডিগ্রিতে পারদ, তারমধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
November 5, 2024
৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, শীত কবে পড়ছে, কি বলছে আবহাওয়া দফতর
October 25, 2024
স্থলভাগে ঢুকে তাণ্ডব দেখাল ঘূর্ণিঝড় দানা, এ রাজ্যেও প্রভাব, কলকাতায় একটানা বৃষ্টি
October 19, 2024
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঘনাচ্ছে দুর্যোগ, কবে কেমন বৃষ্টি, মিলল পূর্বাভাস
Related Articles
Leave a Reply