একেবারে মহকুমা শাসকের দফতরের সামনে বিজেপি প্রার্থীর মেয়েকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সোমবার মনোনয়ন পেশের ছিল শেষ দিন। এদিন সকালে মনোনয়ন দাখিল করতে বারুইপুরে মহকুমা শাসকের দফতরের সামনে হাজির হন ওই প্রৌঢ় বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে।
অভিযোগ ভাঙড়ের একটি গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি মনোনয়ন দাখিল করতে ঢুকতে গেলে তাঁর পথ আটকায় কয়েকজন যুবক। তারা প্রার্থীকে মারতে উদ্ধত হলে তাঁর তরুণী মেয়ে বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। অভিযোগ যুবকদের মধ্যে একজন বাবাকে ছেড়ে এবার চড়াও হয় তরুণীর ওপর। তাঁকে চুলের মুঠি ধরে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়। ওই প্রার্থীর অভিযোগ পুলিশ কাছেই থাকা সত্ত্বেও কোনও সাহায্যে এগিয়ে আসেনি। এরপর আর ঝুঁকি নিতে পারেননি তিনি। তরুণী মেয়ের এহেন সম্মানহানির পর সপরিবারে ফিরে যান ওই প্রার্থী।