পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশকে কেন্দ্র করে আসানসোলের জেলা আদালতের বাইরে ধুন্ধুমার কাণ্ড ঘটল সোমবার। মনোনয়ন পেশের শেষ দিন। ফলে সকাল থেকেই ভিড় জমছিল। প্রচুর যুবক সেখানে জমা হতে থাকেন। ছিল প্রচুর পুলিশি বন্দোবস্তও। অভিযোগ কেউই এদিন সকাল থেকে হাতে কাগজ নিয়ে চত্বরে ঢুকতে পারছিলেন না। প্রতিটি কাগজ খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছিল। এমনকি পোশাকের ভিতর কোথাও মনোনয়নের কাগজ লুকনো আছে কিনা তাও পরীক্ষা করে দেখছিলেন যুবকরা বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকজনের কাছে থাকা আদালতের কাগজকে মনোনয়নের কাগজ ভেবে ভুল করে সেগুলো ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সাধারণ মানুষজন।
এই অবস্থায় বেলা ১১টা নাগাদ পুলিশ জমা হওয়া দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। শুরু হয় আদালত চত্বরে পুলিশের সঙ্গে ওই যুবকদের লুকোচুরি খেলা। অভিযোগ এরপরই ছুটতে ছুটতে একদল যুবক সেরেস্তায় ঢুকে পড়েন। আদালত চত্বরে ধুন্ধুমার শুরু করেন তারা। ভাঙচুর করা হয় সেরেস্তা। এটা মেনে নিতে পারেননি আইনজীবীরা। তাঁরা প্রথমে মারমুখী যুবকদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে আদালত চত্বরে ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এলাকা জুড়ে। কিছুক্ষণ পর তৃণমূল ও বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষেও জড়িয়ে পড়েন। বিশাল পুলিশবাহিনী এসে অবস্থা আয়ত্তে আনে।