State

কানা দামোদরে ভেঙে পড়ল আস্ত সেতু

হাওড়ার জগৎবল্লভপুর গ্রামের ২ নম্বর ব্লকে প্রবেশের একটাই পথ। কানা দামোদরের উপর গড়ে ওঠা ভগ্নপ্রায় খাড়াপাড়া সেতু। বহু বছর ধরে এই সেতুর বুকের উপর দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। সেই বিপদজনক পারাপারের রাস্তাটুকু ধূলিসাৎ হয়ে গেল মঙ্গলবার। এদিন সকাল ৬টা নাগাদ সেতু পার হতে গিয়ে খালের ধারে থমকে যান কয়েকজন গ্রামবাসী। বিপদের একটা আঁচ সম্ভবত তাঁরা পেয়েছিলেন। তাঁদের আশঙ্কা সত্যি প্রমাণিত করে আচমকা সশব্দে হুড়মুড়িয়ে খালের জলে ভেঙে পড়তে থাকে ১০০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া সেতুটি। সে ছবি মোবাইলে ক্যামেরাবন্দিও করে ফেলেন কয়েকজন গ্রামবাসী।

অভিযোগ, দীর্ঘদিন ধরে কানা দামোদরের বুক থেকে মাটি কেটে তুলে নিয়ে যাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। ফলে ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছিল খালের বুকে সেতুর গাঁথনি। গ্রামবাসীদের দাবি, সেতু সংস্কারের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হলেও তা নিয়ে খুব একটা হেলদোল দেখায়নি তাঁরা। যার ফলে চোখের সামনে এদিন ধসে পড়ে পারাপারের একমাত্র যোগসূত্র।


জরাজীর্ণ সেতুর ওপর সেইসময় কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। তবে কানা দামোদরের ওপারে এখন কিভাবে পৌঁছবেন তাঁরা, সেই ভাবনাই কুড়ে কুড়ে খাচ্ছে গ্রামবাসীদের।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button