আগামী সোমবার চন্দনচর্চিতা হয়ে কনের সাজে ছাদনাতলায় যাওয়ার কথা ছিল তাঁর। তার আগেই অ্যাসিডে মুখের একাংশ গেল ঝলসে। হবু কনেকে নিয়ে পরিবারের লোকজনকে ছুটতে হল হাসপাতালে। অ্যাসিডে মুখের একাংশ, ঘাড়, পিঠ ঝলসে গেছে ওই তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাওড়ার উলুবেড়িয়ার খলিসানি পূর্বপাড়ার বাসিন্দা ওই তরুণী কোনও দুর্ঘটনায় অ্যাসিড আক্রান্ত হননি। অভিযোগ, গত শুক্রবার রাতে অ্যাসিড নিয়ে তাঁর উপর চড়াও হয় তাঁরই জামাইবাবু শেখ সরিফুল মাল। তরুণীর পরিবারের দাবি, শুক্রবার রাতে গরম লাগায় ঘরের জানলা খুলে জানলার পাশে বিছানায় ঘুমচ্ছিলেন ওই তরুণী। সেইসময় ঘুমন্ত শ্যালিকার মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে শেখ সরিফুল। অন্তত এমনই দাবি করেছে আক্রান্ত তরুণীর পরিবার।
তাঁদের দাবি, শ্যালিকার বিয়ে পাকা হয়ে যাওয়ার পর থেকে তাঁকে নানাভাবে উত্যক্ত করত জামাইবাবু শেখ সরিফুল। শ্যালিকাকে নানা কুপ্রস্তাব দিত সে। অভিযোগ, সেই সমস্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে ও বিয়ে আটকাতে শ্যালিকার দিকে অ্যাসিড ছুঁড়ে মারে শেখ সরিফুল। শ্যালিকার ওপর অ্যাসিড ছোঁড়ার পর এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। তার খোঁজ শুরু করছে পুলিশ।