কথায় বলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বার হওয়া। আর কেউটের বদলে কোনওভাবে যদি বেরিয়ে পড়ে আস্ত দুটো বোমা! তাও আবার সেই বোমা যদি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের? বইয়ের পাতা ফুঁড়ে জলজ্যান্ত ইতিহাসকে চাক্ষুষ করতে তখন কেইবা না চাইবে? ঠিক এই কারণেই এখন উৎসাহ ও উত্তেজনায় টগবগ করে ফুটছেন নদিয়ার হাঁসখালি থানার ছোট চুপরিয়া গ্রামের বাসিন্দারা।
বেশ কিছুদিন যাবত চুপরিয়া গ্রামে একটি পুকুর সংস্কারের কাজ চলছে। গত রবিবার আর্থমুভার দিয়ে মাটি কাটার সময় পুকুর থেকে উদ্ধার হয় মরচে পড়া দুটি বস্তু। বস্তু দুটিকে প্রথমে স্তম্ভ বলে মনে করা হলেও মাটি থেকে পুরো তুলতেই দেখা যায় আসলে তা বিশালাকার দুটি বোমা! যার একেকটার ওজন প্রায় ১০০ কেজি। লম্বায় প্রায় ৬ ফুট।
বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ। বোমা ২টি উদ্ধার করে নিয়ে যান তাঁরা। বিশেষজ্ঞদের অনুমান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভবত বিমান থেকে বোমা ২টি ফেলা হয়েছিল। কিন্তু নিচে পড়ার পরও বোমা ২টি ফাটেনি। উদ্ধার হওয়া ঐতিহাসিক বোমা ২টির সঠিক পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা।