কাঠুয়া ও উন্নাওয়ে গণধর্ষণে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। এদিন সকাল ৭টার সময় চেঙ্গাইল-বাউড়িয়া এলাকায় প্রথমে প্রতিবাদ মিছিল বার করেন তাঁরা। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় রেল অবরোধ। একই দাবিতে পরে উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। যার জেরে ব্যস্ত সময়ে ব্যাপক যানজট তৈরি হয়। বাস পেতে কালঘাম ছুটে যায় নিত্যযাত্রীদের।
অন্যদিকে হাওড়া-খড়গপুর আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয় বেশ কয়েকটি লোকাল ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। হয়রানির শিকার হন বহু সাধারণ যাত্রী। যাত্রীদের সুবিধার কথা ভেবে ঘুরপথে কয়েকটি এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি এক্সপ্রেস ট্রেনগুলি।
অবরোধের খবর পেয়ে পরে চেঙ্গাইল স্টেশনে পৌঁছায় রেল পুলিশ। উলুবেড়িয়ায় জাতীয় সড়কে অবরোধকারীদের হঠাতে যান উলুবেড়িয়া থানার পুলিশ আধিকারিকরা। বেলার দিকে অবরোধ উঠে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা ও সড়ক পরিবহণ।