পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার খবর এসেই চলেছে। শনিবার সকালে সেই হিংসার বলি হলেন এক প্রৌঢ়। তিনি কোন দলের কর্মী তা জানা যায়নি। আদৌ তিনি কোনও দলের কর্মী কিনা তাও পরিস্কার নয়। তাঁর পরিবারের দাবি সকালে নেহাতই রেশন করে বাড়ি ফেরার পথে অশান্তির মধ্যে পড়ে বেঘোরে প্রাণ যায় তাঁর।
পূর্ব বর্ধমানের ভাতারের ভূমশোর গ্রামে এদিন সকাল থেকেই ব্যাপক বোমাবাজি শুরু হয়। সেই বোমাবাজির মধ্যে পড়ে যান রমজান শেখ নামে বছর ৫৫-র এক প্রৌঢ়। তাঁর মাথায় বোমার আঘাত লাগে। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। রমজান তারই শিকার।