নিজের দলের কর্মীদের হাতেই নিগ্রহ ও লাঞ্ছনার শিকার হলেন তৃণমূল সাংসদ অনুপম হাজরা। অনুপমের দাবি মঙ্গলবার সকালে উপাচার্যের ডাকেই তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হাজির হন। কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের পরই তাঁকে ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন বিশ্বভারতীর কর্মিসভার সভাপতি তথা বীরভূমের তৃণমূল জেলা কমিটির সদস্য গগন সরকার ও তাঁর অনুগামীরা। অভিযোগ জোর করে এগোতে গেলে অনুপম হাজরা ও তাঁর দেহরক্ষীর ওপর চড়াও হন তাঁরা। অনুপমের দেহরক্ষীকে মারধরও করা হয়। অভিযোগ অনুপম হাজরাকেও বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে বেরিয়ে যেতে বলে ধাক্কা মারা হয়। পরে নিগ্রহের কথা জানিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ। অনুপমের দাবি, বিশ্বভারতীর উপাচার্যের মদতে পরিকল্পনা করেই তাঁকে মারধর করা হয়েছে। এদিকে অনুপম হাজরার মস্তিষ্ক বিকৃতি হয়েছে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত গগন সরকার। তাঁর দাবি অনুপমের কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। বিশ্বভারতীর নাম খারাপ হচ্ছে।
Leave a Reply