বয়স মাত্র ১৫ বছর। ইতিমধ্যেই ডাইভিংয়ে মৌপ্রিয়া মিত্র নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে আন্তর্জাতিক মঞ্চে। ২০১৬ সালে কলোম্বোয় অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে দেশের হয়ে সোনা ও রুপো ২টি পদকই এনে দিয়েছিল বাংলার মেয়ে মৌপ্রিয়া। জাতীয় পর্যায়ের এই প্রতিভাশালী ডাইভারের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হল গত সোমবার। সোমবার বিকেলে ব্যান্ডেলের মানসপুরে তার বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান কোনও সম্পর্ক জনিত জটিলতার কারণেই হয়ত আত্মহত্যার পথ বেছে নেয় জাতীয় স্তরের এই ডাইভার। তবে তার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঠিক কী কারণে দশম শ্রেণির ছাত্রী মৌপ্রিয়া মিত্র আত্মহত্যার পথ বেছে নিল তা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে অন্যান্য সম্ভাবনার দিকও।