
কলেজে ভর্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শান্তিপুর কলেজ। কলেজে ছাত্র সংসদের ক্ষমতায় থাকা ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে মারপিট শুরু হয়। অভিযোগ কলেজ চত্বরে ঢুকে মারামারি শুরু করে বহিরাগতরা। কলেজ চত্বরে বোমাবাজিরও অভিযোগ উঠেছে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। এদিকে অশান্তির জেরে গোটা কলেজ ফাঁকা হয়ে যায়। যারা ভর্তি হতে এসেছিল তারাও কলেজ ছেড়ে পালিয়ে যায়। বন্ধ হয়ে যায় কলেজে ভর্তির প্রক্রিয়া। কলেজে ভর্তিকে কেন্দ্র করে অশান্তি এড়াতে আগেই বলা হয়েছিল এবার গোটা ভর্তি প্রক্রিয়াই অনলাইনে হবে। কোনও ছাত্র ইউনিয়ন ভর্তিতে সাহায্যের কথা জানিয়ে কলেজে কিয়স্ক দিতে পারবে না বলেও জানান হয়। কিন্তু এতকিছু করেও অশান্তি এড়ানো যাচ্ছে না। শান্তিপুর কলেজের এদিনের ঘটনার পর কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।