পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তির জেরে আগেই একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল বীরভূমে। শুক্রবার ঘটল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভাঙড়ের এদিন বিকেলে নির্দল প্রার্থী সমর্থনে একটি মিছিল বার হয়। সেই মিছিল এসে পৌঁছয় নতুনহাটে। অভিযোগ যখন মিছিলটি নতুনহাটে এসে পৌঁছয় তখন আচমকাই মিছিলের ওপর চারদিক থেকে আক্রমণ নেমে আসে। লাঠি, রড তো ছিলই, সঙ্গে গুলিও চলে। একটি গুলি এসে মুখে লাগে নির্দল প্রার্থীর সমর্থক হাফিজুল মোল্লার বুকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা ভাঙড় এলাকা। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। বিভিন্ন জায়গায় পথ অবরোধ হতে থাকে। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। এদিকে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুল ঘনিষ্ঠরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।