নির্দল প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে শুক্রবার রাতেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তার এক সঙ্গীকেও। তবে আরাবুল ইসলামের ভাই খুদেকে এখনও ধরতে পারেনি পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে। গত শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার নতুনহাট এলাকায় নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল বার হয়। অভিযোগ সেই মিছিলের ওপর হামলা চালায় আরাবুল ইসলামের দলবল। চলে গুলি। গুলিতে হাফিজুল মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়। এই ঘটনার পরই ভাঙড় জুড়ে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন রাস্তা অবরোধ করা হয়। রাতে ঘটনাস্থলে হাজির হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
এদিকে এই ঘটনায় আরাবুল ইসলামের নাম জড়ানোর খবর কানে যেতে তাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ আসার পর পুলিশ তৎপরতার সঙ্গে আরাবুলের খোঁজ শুরু করে। রাতে আরাবুলের বাড়ির পিছন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে গত শুক্রবারের ঘটনার পর এদিনও থমথমে ভাঙড়। এদিনই বিকেলে শেষ হচ্ছে ভোট প্রচার। তবে তার আগে শেষ মুহুর্তের তেমন জোরদার প্রচারপর্ব ধরা পড়েনি ভাঙড়ে। বরং চারদিকের একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। এদিকে গুলিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই ঘটনা সম্বন্ধে পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।