অল্পের জন্য রক্ষা পেল স্পাইস জেটের একটি যাত্রী বোঝাই বিমান। মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে ১৯৮ জন যাত্রী নিয়ে বাগডোগরার উদ্দেশে যাত্রা শুরু করে স্পাইস জেটের একটি বিমান। সূত্রের খবর, বিমানটি বাগডোররা বিমানবন্দরে নামার সময় আচমকাই তার সামনের চাকা ফেটে যায়। এই অবস্থায় যে কোনও সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় বিমানটি। বিমানবন্দর সূত্রে খবর, বিমানের সব যাত্রী সুরক্ষিত অবস্থায় বিমান থেকে অবতরণ করেছেন। এদিকে মেরামতির জন্য বিমানটিকে কলকাতা ফেরানো হচ্ছে।
Leave a Reply