পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত কেশপুরের বিভিন্ন এলাকা। কেশপুরের বিকলপুর গ্রামে এদিন ভোট শুরুর পর থেকেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের ২ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আহতদের অভিযোগ সকালে ভোট শুরুর পর থেকেই নির্দল প্রার্থীর সমর্থকেরা তাঁদের হুমকি দিচ্ছিলেন। ২ জনকে বুথ থেকে বার করে ব্যাপক মারধর করা হয়। ২ তৃণমূল এজেন্টের মধ্যে একজন প্রৌঢ়। ২ জনের মাথায় ব্যান্ডেজ করতে হয়।
যদিও নির্দল প্রার্থীর তরফে পাল্টা দাবি করা হয়েছে লাইনে দাঁড়ানো তাঁদের ভোটারদের মারধর করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ছাড় পাননি নির্দল প্রার্থীর স্ত্রীও। তাঁরও হাতে আঘাত লাগে। এদিকে সকালেই এভাবে তৃণমূল ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ানোর খবরে সেখানে অতিরিক্ত পুলিশ আনা হয়। পুলিশ এসে সকালেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে।
যত বেলা গড়িয়েছে ততই বিকলপুর জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। আতঙ্ক আরও বাড়িয়ে দেয় গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা বোমা। পুলিশ অনেকগুলি বোমা উদ্ধার করেছে। রাস্তার ধারে ধারে বোমা পড়ে থাকতে দেখা যায়। সারা গ্রাম জুড়ে এভাবে ঝোপে ঝাড়ে এত বোমা এল কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এজন্য তৃণমূল ও নির্দল একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে।