উত্তর ২৪ পরগনার বাগদায় মাঝরাতে ছাপ্পা ভোটের অভিযোগে সকাল থেকেই সরগরম এলাকা। অভিযোগ গত রাতেই বাগদার আমডোবা গ্রামে একদল দুষ্কৃতি বুথে হানা দেয়। সেখানে তারা ছাপ্পা ভোটও দিতে শুরু করে। এদিকে ঘটনা টের পেয়ে গ্রামবাসীরা রাতেই দুষ্কৃতিদের তাড়া করেন। পাল্টা বোমাবাজি করে পালানোর চেষ্টা করে দুষ্কৃতিরা। তবে তাদের পিছু ধাওয়া করে ৯ জনকে ধরে ফেলেন গ্রামবাসীরা। প্রবল গণপিটুনি দেওয়া হয় তাদের। পরে গ্রামবাসীদের হাতে ধরা পড়া দুষ্কৃতিদের গ্রেফতার করে পুলিশ।
তৃণমূলের অভিযোগ এটা বিজেপি ও সিপিএমের যৌথ কারসাজি। তারাই দুষ্কৃতি পাঠিয়ে একাজ করেছে। এমনকি প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ থেকে দুষ্কৃতিদের অনেককে নিয়ে আসা হয় বলেও অভিযোগ তৃণমূলের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ও সিপিএম। এই ঘটনা ঘিরে এলাকায় কিন্তু চাপা উত্তেজনা ছিল সকাল পর্যন্ত।