পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় কলকাতার কাছে জ্যাংরাতেও। উত্তর ২৪ পরগনার জ্যাংরার হাতিয়াড়া ২ নং গ্রাম পঞ্চায়েতে এদিন সকাল থেকেই বহিরাগতদের তাণ্ডব চলছিল বলে অভিযোগ। বুথে ঢুকে তারা ব্যালট বাক্স ছিনতাই করে বলেও অভিযোগ সামনে এসেছে। ব্যালট বাক্স নিয়ে তা বাইরে এসে ভেঙে ফেলা হয়। ব্যালট পেপার ছুঁড়ে খালের জলে ভাসিয়ে দেওয়া হয়। কিছু ব্যালট পেপার পুড়িয়েও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই স্থানীয়রা একজোট হয়ে বহিরাগতদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইটবৃষ্টি করে বহিরাগতদের পিছু হঠতে বাধ্য করেন তাঁরা। এরপরই পাল্টা বহিরাগতরা বোমাবাজি শুরু করে। বুথের কাছেই গুলিও চলে বলে অভিযোগ। রাস্তায় তখন মুড়িমুড়কির মত বোমা পড়তে থাকে। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। ভোটাররা এই অবস্থায় বাড়ি ছেড়ে বার হওয়ার ঝুঁকি নেননি। ঘটনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। অভিযোগ পুলিশকেও লক্ষ্য করে ইট ছুড়তে থাকে বহিরাগতরা। পরে অবশ্য পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে।
এদিকে এই ঘটনার পর ওখান থেকে ভোটকর্মীরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যান। এই অবস্থায় ভোট করানো সম্ভব নয় বলে জানান তাঁরা। ব্যালট বাক্স ভাঙা হয়েছে। ব্যালট পেপার ছেঁড়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় ভোট করাতে অক্ষম বলে জানান তাঁরা। উত্তেজনা কিন্তু তখনও বজায় ছিল। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।