
পশ্চিম মেদিনীপুরের খাকুড়দায় বিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ওপর অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশের অনুমান তরুণীর প্রাক্তন প্রেমিকই এই কাণ্ড ঘটিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএমে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রের খবর, ওই ছাত্রীর সঙ্গে এক যুবকের ভালবাসার সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক কিছুদিন আগে ভেঙে যায়। অভিযোগ তারপর থেকেই তার প্রাক্তন প্রেমিক তরুণীকে অ্যাসিড আক্রমণের ভয় দেখাত। এদিন কলেজ থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় তার পথ আটকায় এক বাইক আরোহী। হেলমেটে মুখ ঢাকা থাকায় তার মুখ দেখতে পাননি ওই ছাত্রী। তারপরই আচমকা সে ছাত্রী গায়ে অ্যাসিড ঢেলে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে। বছর খানেক আগেই এই অ্যাসিড ছোঁড়ার ঘটনায় লাগাম দিতে খোলা বাজারে অ্যাসিড বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে আদালত। তাতে অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু এদিন ফের সেই বিভৎস অ্যাসিড হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।