ভোট গণনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কোণায় কোণায় অশান্তি অব্যাহত। এদিন দুপুরের দিকে নদিয়ার করিমপুরের ২ নং ব্লকের মহিষখোলা গ্রাম পঞ্চায়েতে প্রবল অশান্তি বাধে। বিজেপির দাবি, এখানে তাদের প্রার্থী গ্রাম পঞ্চায়েতে জিতলেও জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয় তৃণমূল প্রার্থীর হাতে। এতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ অবরোধ তুলতে এলে অশান্তি আরও বড় আকার নেয়।
অভিযোগ, এই সময়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা। এরমধ্যেই গুলি চলে। গুলি লাগে এক ব্যক্তির গায়ে। তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে তেহট্ট হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলতে থাকে পুলিশের গাড়ি। রাস্তার ওপর পড়েছিল গাছের মোটা গুঁড়ি। দীর্ঘক্ষণ এই অবস্থা চলার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও সন্ধে পর্যন্ত এলাকা থমথমে ছিল।